আইন অঙ্গনের সর্বত্র ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইন অঙ্গনের সর্বত্র ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল
মঙ্গলবার, ২০ মে ২০২৫



আইন অঙ্গনের সর্বত্র ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল

সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন, আন্তর্জাতিক অপরাধ আইনসহ আইন অঙ্গনের সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল বলে উল্লেখ করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।

সোমবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত সভায় বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, শিশির মনির প্রমুখ।

আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, যে মূল্যবান সময়ে তিনি দেশের আইন অঙ্গনে আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারতেন, সে সময় তিনি ছিলেন বিদেশে। এরপর যখন তিনি আসলেন ২৬ ডিসেম্বর তখন বিমানবন্দরে এসে যে বক্তব্য দিলেন, তাতে বোঝা যায়, তিনি কত বড় মাপের মানুষ ছিলেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আইনাঙ্গনে সর্বক্ষেত্রে বিচরণ ছিল।

সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন, আন্তর্জাতিক অপরাধ আইন; বেঞ্চে বসেও দেখেছি। ওনার বক্তব্যগুলো অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ছিল। সবকিছু সাফল্য লাভ করবে যদি ওনার কৃতকর্ম, ওনার আদর্শকে আমাদের মধ্যে প্রতিফলন ঘটনাতে পারি। তাহলে সার্থক হবে  আমাদের এই আলোচনা। না হলে এই আলোচনার কোনো মূল্যায়ন থাকবে না।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪০   ১৪৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়: প্রধান বিচারপতি
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তানজিন তিশার নামে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ