আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রথম পাতা » আদালত সংবাদ » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অগ্রগতি নিয়ে জানান তিনি।

এ সময় পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চান। পরে পত্রিকায় বিজ্ঞপ্তির অনুমতিসহ পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ সময় পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি বলেন, সপ্তাহে একদিন পলককে পরিবারের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না জেল কর্তৃপক্ষ। একইসঙ্গে ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এজন্য ট্রাইব্যুনালের অনুমতি চান এই আইনজীবী।

এর আগে, ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ৩:৩৯:৪২   ৫ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
গাজীপুর-৬ আসন ফিরল না, জয় হলো বাগেরহাটবাসীর
সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় ৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ
কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি
বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়
‘ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালসহ প্রশাসনে যারা ছিলেন, তাদের বিচার হবে’
পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি নির্বাচনের পর
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ: হাইকোর্ট
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ
হঠাৎ এজলাস ত্যাগ করলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

Law News24.com News Archive

আর্কাইভ