দুদকের অভিযান ‘ভুয়া মালিক সাজিয়ে বেহাত’ ঢাকা স্টিলের সরকারি সম্পদ

প্রথম পাতা » অপরাধ » দুদকের অভিযান ‘ভুয়া মালিক সাজিয়ে বেহাত’ ঢাকা স্টিলের সরকারি সম্পদ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



‘ভুয়া মালিক সাজিয়ে বেহাত’ ঢাকা স্টিলের সরকারি সম্পদ

ভুয়া মালিক সাজিয়ে সরকারি প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডের মূল্যবান সম্পদ বেহাত, আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম ঢাকা স্টিলের তেজগাঁও অফিসে অভিযান চালায়। এ সময় সম্পদ আত্মসাতের ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ভুয়া ও পরিচয়হীন ব্যক্তিদের মালিক সাজিয়ে ঢাকা স্টিলের মূল্যবান সম্পদ আত্মসাতের একটি অভিযোগ দুদকে জমা পড়েছে। অভিযোগটির অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল ওই অভিযান পরিচালনা করা হয়।

অসাধু ব্যক্তিরা যোগসাজশে সরকারি মালিকানাধীন ওই সম্পদ আত্মসাৎ করছে কিনা, তা যাচাই করতে অভিযানকালে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন থেকে এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। এসব নথিপত্র পর্যালোচনা করে শিগগির কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

নীলফামারী হাসপাতালে অনিয়মের অভিযোগ

নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ, ভর্তি ও আগত রোগীদের কাছ থেকে সেবা দেওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি ফার্মেসি ও জেনারেল স্টোরের ওষুধ মজুত যাচাই করা হয়। এতে দেখা যায়, প্যান্টোপ্রাজল, এজিথ্রোমাইসিন ও মন্টিলুকাস্ট নামে তিনটি ওষুধে রেকর্ড ও বাস্তব পরিমাণে গরমিল রয়েছে। পথ্য বিভাগের খাবারে খাসির মাংস প্রতি পিসে গড়ে ১২ গ্রাম করে কম সরবরাহ করা হয়েছে।

পিরোজপুরে সোলার প্রকল্পে দুর্নীতির অভিযোগ পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পিডিবিএফ সোলার প্রকল্প থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সোলার প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়, যা থেকে অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা ও যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৬   ৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


দুদকের অভিযান ‘ভুয়া মালিক সাজিয়ে বেহাত’ ঢাকা স্টিলের সরকারি সম্পদ
রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত পুলিশ সার্জেন্ট
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা
চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকি, কলাবাগান থানার ওসিসহ বরখাস্ত ৩
পরিবহনের এনায়েত উল্লাহ লুটে নিয়েছেন হাজার কোটি টাকা
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
চলন্ত প্রাইভেটকার থেকে হেঁচকা টান, ব্যাগসহ নারীকে ছেঁচড়ে নিলো ছিনতাইকারী
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে
সেই ‘ক্রিম আপা’ এখন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ