গ্রাহক হয়রানির অভিযোগে স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রাহক হয়রানির অভিযোগে স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ
বুধবার, ২ এপ্রিল ২০২৫



গ্রাহক হয়রানির অভিযোগে স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ

গ্রাহক হয়রানির অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) ই-মেইলে শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী তিনদিনের মধ্যে শো মোশন লিমিটেডকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেডের কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১ মার্চ দুপুর ২টার শো দেখার জন্য ‘বরবাদ’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য ‘চক্কর ৩০২’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) গত ৩০ মার্চ বিকাশে অগ্রিম পেমেন্ট করে কেনেন অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

৩১ মার্চ দুপুর ২টায় ‘বরবাদ’ সিনেমা দেখতে অনলাইনে কেনা টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট কেনার কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন।

তিনি একই সময় ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে কেনা ‘চক্কর ৩০২’ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণে ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের মূল্য বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীসময়ে শো মোশন লিমিটেডের একজন কর্মকর্তা গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোনকল করে জানান, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোনো অসুবিধা হবে না। ওই কর্মকর্তা নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একই সঙ্গে এ-ও নিশ্চিত করেন যে, অনলাইনে কেনা টিকিটের টাকা রিফান্ডের কোনো নিয়ম শো মোশন লিমিটেডে নেই।

এরপর ১ এপ্রিল দুপুর ২টা ২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারের মোবাইলে ফোনকল করে শো মোশন লিমিটেডের আরেক কর্মকর্তা জানান, আজকের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের টাকা বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এসময় তিনি ৩১ মার্চ সন্ধ্যায় তাকে করা ওই ফোনকলটির বিষয়ে জানালে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

এমনকি খন্দকার হাসান শাহরিয়ার ‘চক্কর ৩০২’ সিনেমাটি শো মোশন লিমিটেডের অন্য কোনো শাখায় দেখতে চান কি না অথবা অন্য কোনো সিনেমা দেখতে চান কি না তা জেনে ঈদের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নোটিশে খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:১৯:০৮   ১৫৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা
রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ