নাশকতার মামলায় বিএসইসির ১৩ কর্মকর্তার জামিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতার মামলায় বিএসইসির ১৩ কর্মকর্তার জামিন
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



নাশকতার মামলায় বিএসইসির ১৩ কর্মকর্তার জামিন

নাশকতার মামলায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।

এর মধ্যে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত ৬ জনকে এবং রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ৭ জনকে জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন-বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) এবং রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫) এবং শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) ও উপ-পরিচালক আল ইসলাম (৩৮)।

এদের মধ্যে প্রথম সাতজন রবিবার এবং পরের ৬ জন সোমবার জামিন পান।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সাত জন এবং আজ ৬ জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৬ মার্চ রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ জনকে আসামিকে করে এ মামলা দায়ের করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান।

অপর আসামিরা হলেন- বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১) এবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম (৩২)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেছিলেন সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেন। সিসি ক্যামেরা, ওয়াইফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের চেষ্টা করা হয়।

আরও জানা যায়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভা চলাকালে অভিযুক্তরাসহ আরো কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করেন।

বাংলাদেশ সময়: ১:২৯:৩০   ১৩০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লুক্সেমবার্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের
দিনদুপুরে নারীকে টেনেহিঁচড়ে নেওয়ার সেই ঘটনা তদন্তের নির্দেশ
নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অবরুদ্ধ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ