নাবিল গ্রুপের ৭৩ হিসাবের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাবিল গ্রুপের ৭৩ হিসাবের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫



নাবিল গ্রুপের ৭৩ হিসাবের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে থাকা ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা ছাড়াও বিপুল পরিমাণের জমি জব্দ করা হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তে তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যেকোনো সময় এসব হিসাব থেকে উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। তাই এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক।

দুদকের উপপরিচালক মাসুদুর রহমান পৃথক আবেদনে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত হিসাব জব্দসহ জমি জব্দের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১:২১:৩৬   ১৯৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় পেছাল
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ