‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সৈকত বলেন, কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। খাওয়া-দাওয়াও ঠিকমতো হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। ভোরে আদালতে আনা হয়। খুব কষ্টে আছি।

সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৪:৩১:০০   ১৮৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় পেছাল
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ