সাবেক এমপি নদভীর দুই দিনের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমপি নদভীর দুই দিনের রিমান্ড
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক এমপি নদভীর দুই দিনের রিমান্ড

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর জানান, পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন তিনি।

গত ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি পৃথক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এরপর ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার আরও দুটি মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ডে নেওয়া হয় নদভীকে।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১২:২৮:৩৯   ৭৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লুক্সেমবার্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের
দিনদুপুরে নারীকে টেনেহিঁচড়ে নেওয়ার সেই ঘটনা তদন্তের নির্দেশ
নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অবরুদ্ধ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ