সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেকের করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক। অনুসন্ধান চলাকালে তারা দেশত্যাগের চেষ্টা করছিলেন, যার কারণে আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

এর আগে গত বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে, আদালত এনআরবিসি ব্যাংক পিএলসি-এর সাবেক চেয়ারম্যান পারভেজ তমালের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে। দুদকের উপসহকারী পরিচালক মুস্তাফিজুর রহমানের করা আবেদনে বলা হয়, পারভেজ তমাল শেয়ারবাজার কারসাজি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে এবং জিজ্ঞাসাবাদ ও সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালানোর সুযোগ পাবেন না এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩৮   ১১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
গণঅভ্যুত্থানের হত্যা মামলার কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন
ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ
ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে যে লিখিত জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দীন উমর
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট

Law News24.com News Archive

আর্কাইভ