যুক্তরাষ্ট্রে এয়ার এম্বুলেন্স বিধ্বস্ত, ভবনে আগুন

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে এয়ার এম্বুলেন্স বিধ্বস্ত, ভবনে আগুন
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



যুক্তরাষ্ট্রে এয়ার এম্বুলেন্স বিধ্বস্ত, ভবনে আগুন

ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বে বেশ কিছু ভবনের ওপর শুক্রবার সন্ধ্যায় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকটি বাড়ি এবং যানবাহনে আগুন ধরে যায়। বাইরে থাকা বেশক’জন মানুষ আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, ওই বিমানটি মেডিকেল সংক্রান্ত পরিবহন মিশনে দায়িত্ব পালন করে। দুর্ঘটনার সময় তাতে একটি শিশু রোগী ও তার মা ছিলেন। আরও ছিলেন- চারজন ক্রু। এই বিমানের মালিক জেট রেসক্যু এয়ার এম্বুলেন্স। পেনসিলভ্যানিয়ার গভর্নর জোশ শাফিরো দুর্ঘটনার খবরে বলেছেন, আমরা জানি এতে অনেক ক্ষয়ক্ষতি হবে। এটি বেসামরিক বিমান চলাচলে একটি বেদনাদায়ক দুর্ঘটনা। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, বিমানটিতে যে ৬ জন মানুষ ছিলেন তারা মেক্সিকান।

ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটি হাসপাতাল-জিন্সেস-এর এক মুখপাত্র বলেছেন, দুর্ঘটনায় ওই ৬ জনই আহত হয়েছেন। তাদেরকে এই হাসপাতাল চিকিৎসা দিয়েছে। আহতদের তিনজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অন্য তিনজনের অবস্থা কী সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর পুরো এলাকায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ সময় জনগণ রাস্তায় নেমে আসে। তার ভিতর দিয়ে উদ্ধার অভিযানে নামেন জরুরি বিভাগের ক্রুরা। প্রত্যক্ষদর্শীরা ওই এলাকার বিশৃঙ্খল এক পরিস্থিতি তুলে ধরেন। বিমানটিতে যে শিশুটি ছিল, তাকে দুর্ঘটনার আগে তার জীবন ছিল হুমকিতে। এজন্য তাকে চিকিৎসা দেয়া হয়েছে। জেট রেসক্যু এয়ার এম্বুলেন্সের মুখপাত্র শাই গোল্প বলেন, চিকিৎসা নেয়ার পর তাকে ফিরিয়ে নেয়া হচ্ছিল মেক্সিকোর তিজুয়ানায়। সঙ্গে ছিলেন তার মা, একজন পাইলট, একজন সহপাইলট, একজন ডাক্তার ও একজন প্যারামেডিক। শাই গোল্ড বলেছেন, শিশুটির চিকিৎসায় স্পন্সর করেছে তৃতীয় একটি দাতব্য সংস্থা।

বাংলাদেশ সময়: ২:২৩:৫৪   ১২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ