ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক : আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রথম পাতা » সারাদেশ » ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক : আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



 

 

---

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে  ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজকর্মীসহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের বিএফ জি রেস্টুরেন্টে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক এবং সাবেক জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

 এসময় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, ভোলা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাসদের ভোলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলার ঘরে ঘরে গ্যাস চাই দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ব-দ্বীপ ফোরাম ভোলা জেলা সভাপতি মোশাররফ হোসেন অমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহিম ইসলাম, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক দলের দায়িত্বশীল এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁধন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:১০   ১০৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার
ভোলায় মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার
কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি
হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর
দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

Law News24.com News Archive

আর্কাইভ