গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩০ ফিলিস্তিনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩০ ফিলিস্তিনি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩০ ফিলিস্তিনি

গাজা উপত্যকার আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল। শুক্রবার নুসেইরাত শরণার্থী শিবিরে ট্যাংক দিয়ে অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপত্যকাটির চিকিৎসাকর্মীরা। নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশের এলাকা থেকে ১৯জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। উপত্যকাটির আটটি বড় শরণার্থী শিবিরের একটি বৃহৎ শরণার্থী শিবির হচ্ছে নুসেইরাত। যেখানে সাঁজোয়া যান দিয়ে অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গাজার পশ্চিমাঞ্চলেও হামলা চালিয়েছে তেল আবিবের সৈন্যরা। ফিলিস্তিন সিভিল ইমার্জেন্সি সার্ভিস রয়টার্সকে জানিয়েছে এসব ভয়াবহ হামলায় ঘরবাড়িতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের আহ্বানে সাড়া দিতে পারেনি তারা। এছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনী নতুন কোনো বিবৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার তারা বলেছে, তাদের বাহিনী গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। কিন্তু কর্তব্যরত চিকিৎসা কর্মীরা বলছে ইসরাইলের এসব হামলায় বেসামরিকরাই মারা পড়ছে। এদিকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে বলেও বিবৃতি দিয়েছে ইসরাইল। মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনিদের গত মাসে উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছিল। তাদের বর্তমানে দক্ষিণ গাজার একটি হাসপাতালে মেডিকেল সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরাইলের কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছে মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি জনগণ। যদিও ইসরাইল এই অভিযোগ নাকচ করেছে। গাজার যুদ্ধবিরতি নিয়ে কিছু অগ্রগতি হলেও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর তা এখন পুরোপুরিই বন্ধ বলা চলে। এছাড়া মার্কিন মুল্লুকে ক্ষমতার পালাবদলেও গাজা ইস্যুতে ওয়াশিংটনের তৎপরতায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে গত এক বছরে নিহত এবং আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ৩৩০ জনে এবং ১ লাখ ৪ হাজার ৯৩৩ জনে।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৮   ১৩৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত

Law News24.com News Archive

আর্কাইভ