রাজবাড়ীতে সাজানো অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে তারা, আগ্নেয়াস্ত্রসহ আসল রহস্য উদঘাটন

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে সাজানো অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে তারা, আগ্নেয়াস্ত্রসহ আসল রহস্য উদঘাটন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



---

স্বপন বিশ্বাস রাজবাড়ীঃ রাজবাড়ীতে সাজানো অস্ত্র মামলা দিতে গিয়ে ডিবির জালে আটকা পড়ে ডিবির সোর্স সহ চারজন। সেই সাথে একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে।

ঘটনাটি,রাজবাড়ী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এর সাব্বিরের বাড়ির পাশে গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে ঝরা বাঁশ পাতা দিয়ে একটি ওয়ান শুটার গান লুকিয়ে রেখে সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য বড়চর বেনিনগর এর মিরাজ নামে পুলিশের এক সোর্স তথ্য দেয় ডিবি পুলিশ কে।

জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে গতরাতে।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম এর নির্দেশক্রমে উক্ত সোর্স এর দেওয়া তথ্যটি যাচাই করতে গিয়ে সন্দেহ হলে উল্টো সোর্সকে আটক করে ডিবি পুলিশ।

এরপর আটক সোর্স মিরাজ এর দেখানো মতে রবিবার (২৮এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় সাব্বিরের বাড়িতে ঢুকতে বাম পাশে মুক্তার এর গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে থেকে ঝরা বাঁশ পাতা দিয়ে লুকানো অবস্থায় উদ্ধার করে একটি ওয়ান শুটার গান।

ঘটনার আসল রহস্য উদঘাটন,সোর্স মিরাজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য,, জানাগেছে,গ্রেফতারকৃত আসামী সোর্স মিরাজকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বর্নিত অস্ত্রটি তাকে জেলার দয়াল নগর এলাকার আজম মন্ডল গ্রুপের মোঃ শাকিল শেখ ১৫/২০ দিন আগে রোজার মধ্যে দিয়েছে এবং বলেছে যে, যদি টুকু মিঝির গ্রুপের সাব্বিরকে এই অস্ত্রটি সহ পুলিশের নিকট ধরায়ে দিতে পারে তাহলে মোঃ শাকিল শেখ মিরাজকে ভাল একটা খরচ দিবে।

তখন মোঃ শাকিল শেখের কাছ থেকে অস্ত্রটি নিয়ে আসামী সোর্স মিরাজ শেখ ৩নং আসামী রানা মোল্লার নিকট রেখে আসে ২৭এপ্রিল রাত নয়টার সময়। সেই সাথে তাকে রাত সাড়ে নয়টার দিকে চরবেনীনগরে অস্ত্রটি নিয়ে আসতে।

এরপর সোর্স মিরাজ শেখ অস্ত্রটি নিয়ে রনি বিশ্বাস এর হাতে দিয়ে বলে দেয় যে, অস্ত্রটি যেন সাব্বিরের বাড়ীতে রেখে আসে। রনি বিশ্বাস তাহার সংগীয় রানা মোল্লাকে সাথে নিয়ে পলাতক আসামী আল-আমিন (২৩), এর মোটর সাইকেলে করে শনিবার (২৭ এপ্রিল) রাত দশটার সময় সাব্বিরের বাড়ীর সামনে যায় এবং সোর্স মিরাজ শেখের কথা মতো রনি বিশ্বাস অস্ত্রটি সাব্বিরের বাড়ীতে ঢুকতে বাম পাশে মোঃ আক্তার হোসেনের গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে বাতাবি লেবু গাছের গোড়ায় বাঁশের পাতা দিয়ে ঢেকে রেখে আসে।

উক্ত ঘটনাশ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত ১ ২ ও ৩নং আসামীর বিরুদ্ধে একাধীক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

গ্রেফতার আসামীরা হল, সদর উপজেলার বড় চরবেনীনগরের মৃতঃ আঃ আজিজ শেখের ছেলে মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের আঃ কাদের শেখের ছেলে মোঃ শাকিল শেখ (২৮), রাজবাড়ী শহরের রেল কলোনী ভবানীপুরের মোঃ ছালাম মোল্লার ছেলে রানা মোল্লা (২৯) এবং বড় চরবেনীনগরের মোঃ লিটন বিশ্বাসের ছেলে মোঃ রনি বিশ্বাস (১৭)।

বাংলাদেশ সময়: ১৭:১৯:০২   ৩৯ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


বদলি সাজা খাটা: প্রকৃত আসামিসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেরোইন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন
যশোর-নড়াইল মহাসড়কের গাছ না কাটার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা
এ জে মোহাম্মদ আলী - আইন অঙ্গনের একজন নক্ষত্রের বিদায়
গৃহকর্মীকে হত্যার দায়ে এক দম্পত্তির যাবজ্জীবন
টঙ্গীতে নারী আইনজীবীর মরদেহ উদ্ধার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
যানজট নিয়ন্ত্রণে সবাইকেই আন্তরিক হতে হবে: ডিএমপি কমিশনার
গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ