
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। গত রাতে ক্ষুব্ধ জনতা সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এসব বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।
থারুর বলেন, ‘আমি আশা করি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ এবং সরকারকে তাদের প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই। বাজপেয়ী সাহেব যেমন পাকিস্তান সম্পর্কে বিখ্যাতভাবে বলেছিলেন, আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। আমরা আমাদের ভূগোল পরিবর্তন করতে পারি না। তাদের আমাদের সঙ্গে কাজ করতে শেখা উচিত।’
কংগ্রেস নেতা জোর দিয়ে বলেন, সরকারকে পরিস্থিতি খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ভারতীয় কর্মকর্তারা অবশ্যই ঢাকার হাইকমিশনের স্তরে, সরকার এবং ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরিস্থিতি শান্ত করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করার জন্য অনুরোধ করবেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘সহিংসতার কারণে, তাদের দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, যা হতাশাজনক। কারণ যারা বাংলাদেশিরা ভারতে আসতে চান- তারাই অভিযোগ করে আসছেন যে, তারা আগের মতো সহজে ভিসা পাচ্ছেন না। এই পরিস্থিতি আমাদের সরকারের পক্ষে তাদের সাহায্য করা কঠিন করে তুলছে।’
বাংলাদেশ সময়: ২১:২৭:২৭ ১২ বার পঠিত