
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত এসপি মোহাম্মদ মনজুর মোর্শেদ,বিপিএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই নবাগত এসপি আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।
সাংবাদিকবৃন্দ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার এর সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে নবাগত এসপি বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধ’সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।
তিনি পুলিশ ও সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্), মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)’ শাহিদুল ইসলাম, সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার’গন।
বাংলাদেশ সময়: ৫:২৩:২৬ ১২ বার পঠিত