তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা

প্রথম পাতা » সারাদেশ » তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়নের সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে, সড়কের ওপর নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করার দায়ে দুইজন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করায় দুটি ট্রাকের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় শব্দদূষণ সৃষ্টিকারী তিনটি হাইড্রোলিক হর্ন। সেইসাথে, বালু ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

পঞ্চগড়ের পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। আমরা নিয়মিত নজরদারি ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ বলেন, অবৈধভাবে বালুসহ বিভিন্ন সামগ্রী সড়কে জমা করা বা হাইড্রোলিক হর্ন ব্যবহার জনদুর্ভোগ সৃষ্টি করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একইসঙ্গে আমরা সবাইকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৮   ২৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কেরু এ্যান্ড কোম্পানীতে আখ মাড়াই মওসুমের শুভ উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীর রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে বিশেষ প্রার্থনা
চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত
অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে
রাজশাহীতে বিচারকপুত্র হত্যার ঘটনায় আদালতে লিমনের স্বীকারোক্তি
রাজবাড়ী জেলা সনাক এর ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন
ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
দর্শনা কেরুতে ১০২ কোটির নতুন বয়লিং হাউজে ‘স্লো ফায়ারিং’ উদ্বোধন ডিসেম্বরেই আখ মাড়াই শুরুর লক্ষ্য, ১৩ বছর পর আধুনিকায়নের পথে মিল
যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড
তেঁতুলিয়ায় বায়ু ও শব্দদূষণ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ চালককে জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ