প্রেমিকা জান্নাতুলকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রেমিকা জান্নাতুলকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



প্রেমিকা জান্নাতুলকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকা ডা. জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন। রায় শেষে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে ওঠেন জান্নাতুল নাঈম। এরপর সুযোগ বুঝে রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ২৬ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:১২:১২   ৩৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় ৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ
পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
চাঁদাবাজির মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক কারাগারে
১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ সালমান এফ রহমানসহ ছয়জনের ‎বিরুদ্ধে প্রতারণার মামলা তিন পাইলটের
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামিদের জামিন বাতিল
রেহানাকে প্লট বরাদ্দ দিতে হাসিনাকে প্ররোচিত করেন টিউলিপ
পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন
পূর্বাচলে শেখ রেহানার ১০ কাঠা প্লটের বরাদ্দ বাতিল
প্লট দুর্নীতি সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ