![]()
এ বছরের শেষ নাগাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ খবর বার্তা সংস্থা তাস এর। এতে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরেই নয়াদিল্লিতে অর্থপূর্ণ সফর করবেন বলে আশা করছে ক্রেমলিন।
সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, আমরা প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে কাজ করছি। যা চলতি বছর শেষ হওয়ার আগেই হওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা আশাকরি প্রেসিডেন্ট পুতিনের এই সফর অত্যন্ত অর্থবহ হবে। এর মধ্য দিয়ে দুই দেশের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে বলে জানান পেসকভ। ভারত ও রাশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে শ্রমিক বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করবে রাশিয়া ও ভারত। রাশিয়াতে বসবাসরত ভারতীয়দের বিভিন্ন সুযোগ-সুবিধার লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছে ইকোনমিক টাইমস।
বাংলাদেশ সময়: ২০:২৬:৫২ ৬ বার পঠিত