বুধবার, ৫ নভেম্বর ২০২৫

গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

প্রথম পাতা » আন্তর্জাতিক » গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

গত এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের মোট সম্পদ ৬৯৮০০ কোটি ডলারের বেশি বেড়েছে। ফলে সেখানে ধনী-গরীবের ব্যবধান ক্রমশ বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে এই তথ্য। সোমবার অক্সফাম আমেরিকা প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি মার্কিন বৈষম্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় প্রশাসনই দেশটির ক্রমবর্ধমান সম্পদের ফাঁক বাড়াতে ভূমিকা রেখেছে। ১৯৮৯-২০২২ সালের ফেডারেল রিজার্ভের তথ্য ব্যবহার করে গবেষকরা হিসাব করেছেন, শীর্ষ এক ভাগ পরিবার সেই সময়ে মধ্যম পরিবারের তুলনায় ১০১ গুণ বেশি সম্পদ অর্জন করেছে। নিচের ২০ ভাগ পরিবারের তুলনায় ৯৮৭ গুণ বেশি সম্পদ অর্জন করেছে।

এর অর্থ, শীর্ষ এক ভাগ পরিবারের প্রতি পরিবার ৮.৩৫ মিলিয়ন ডলার উপার্জন করেছে। যেখানে সাধারণ পরিবার পেয়েছে মাত্র ৮৩,০০০ ডলার। অন্যদিকে, মার্কিন জনসংখ্যার প্রায় ৪০ ভাগ এবং শিশুদের প্রায় ৫০ ভাগ নিম্ন-আয়ের হিসাবে বিবেচিত। অক্সফামের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অক্সফামের ৩৮টি উচ্চ-আয়যুক্ত দেশের সঙ্গে তুলনা করলে, যুক্তরাষ্ট্রের আপেক্ষিক দারিদ্র্যের হার সর্বোচ্চ, শিশু দারিদ্র্য ও শিশুমৃত্যুর হার দ্বিতীয় সর্বোচ্চ এবং আয়ু দ্বিতীয় সর্বনিম্ন। অক্সফাম আমেরিকার অর্থনৈতিক ন্যায় বিষয়ক সিনিয়র নীতি পরিচালক রেবেকা রিডেল বলেন, বৈষম্য হলো নীতি নির্বাচনের ফল। এই তুলনাগুলো দেখায় যে, আমরা চাইলে দারিদ্র্য এবং বৈষম্য কমাতে ভিন্ন নীতি নিতে পারি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর ব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং শ্রমিক অধিকার ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, যা সম্পদকে কেন্দ্রভিত্তিক ক্ষমতায় রূপান্তরিত করেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৯:০৩   ৩৬ বার পঠিত