![]()
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেয়ার সময় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এসময় সমালোচনাকারীদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদেরকে পার্লামেন্ট হল থেকে জোরপূর্বক বের করে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, আয়মান ওদেহ নামের এক পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে বাধা দেন। এর আগে ওদেহ এক্সে এক পোস্টে বলেন, ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। বলেন, কোনো সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে নেতানিয়াহু বা তার সরকারকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেয়া যায়না। তবে যুদ্ধবিরতি ও অন্য সকল চুক্তির জন্যই আমি এখানে এসেছি। কেবল মাত্র দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সঠিক বিচার, শান্তি, ও নিরাপত্তা আনা সম্ভব হবে। এদিকে গাজা চুক্তির জন্য আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করেছেন ট্রাম্প। বলেন, আমাদেরকে অনেকে সাহায্য করেছে তারা। এটি ইসরাইল ও বিশ্বের জন্য একটি অবিশ্বাস্য বিজয় যে এই সমস্ত দেশ শান্তিতে এক সঙ্গে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৪ ৪৩ বার পঠিত