আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলন ওই তরুণী। রাতের খাবার খেয়ে ফেরার পথে তাদের পথ আটকায় কিছু তরুণ। কেড়ে নেয়া হয় তরুণীর মোবাইল ফোন। এরপর তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয় এবং ধর্ষণ করা হয়।

এরপর এই ঘটনা জানাজানি হওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০ টা নাগাদ তার মেয়ের এক বন্ধু তাকে ফোন করেছিল। খবর পাওয়া মাত্রই তিনি চলে আসেন। তিনি বলেন, জানতে পেরেছি রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলে আমার মেয়েকে খাবার খেতে ক্যাম্পাসে গেটের সামনে নিয়ে গিয়েছিল। এরপর ২-৩ জন তরুণ সেখানে উপস্থিত হয়। যে ছেলেটি আমার মেয়েকে নিয়ে গিয়েছিল সে পালিয়ে চলে আসে।

পরবর্তীতে তাদের মধ্যে একজন তার মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে এই ঘটনায় জড়িতরা কড়া শাস্তি পাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বাংলার পুলিশ। বাংলার প্রশাসন দুর্গাপুরের ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই দেখছে। অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বাংলাদেশ সময়: ২১:৫০:৫৬   ৬১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ