চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; যুবক নিহত, আহত একাধিক, বাস ঢুকে পড়ল বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে

প্রথম পাতা » সারাদেশ » চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; যুবক নিহত, আহত একাধিক, বাস ঢুকে পড়ল বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা: ১১ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস ও মোটরসাইকেলের এক মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আরো কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা ‘খান পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। বাসটি বিজিবি ক্যাম্পের (৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে/বিজিবি হাসপাতালের সামনে) পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাপ্পি আহমেদ নামে একজন জানান, বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

নিহত মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান তার মোটরসাইকেলে করে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে থাকা মাহফুজুর বন্ধু তুহিনসহ মোট ৩ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত কয়েকজন বাস যাত্রী ও মোটরসাইকেলের আরোহীকে প্রথমে বিজিবি হাসপাতাল এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রবিন জানান, “আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় খুব গুরুতর আঘাত লেগেছে।” বর্তমানে আহতদের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৭   ৭৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা ভারতে বসে তিন দিন আগে খুনের হুমকি দেয় সাজ্জাদ
লালমোহনে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত
রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান
গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
উপসহকারী কৃষি কর্মকর্তাকে হুমকি-গালিগালাজ: আলমডাঙ্গার চেয়ারম্যান বিপুল-এর বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ডিকেআইবি চুয়াডাঙ্গা জেলার।
গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ