বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা

গাজায় ত্রাণ বহনকারী একটি আন্তর্জাতিক ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনীর বাধা সত্ত্বেও তাদের বহু জাহাজ এখনো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রায় ৪৫টি জাহাজের একটি বহর। এতে বিভিন্ন দেশের রাজনীতিক ও অধিকারকর্মী অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম, সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও আছেন। গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা এই ফ্লোটিলার লক্ষ্য গাজা অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছানো। তাদের এক্স পোস্টে বলা হয়, ইসরাইলি দখলদার নৌবাহিনীর অবিরাম আগ্রাসন সত্ত্বেও ৩০টি জাহাজ এখনো গাজার উদ্দেশে শক্তভাবে অগ্রসর হচ্ছে। আমরা মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, ইসরাইলি বাহিনী ইতিমধ্যে প্রায় ২০০ যাত্রীসহ ১৩টি জাহাজ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে স্পেন ও ইতালির বহু নাগরিক আছেন। তবে আবুকেশেক ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আমাদের মিশন চলছেই। যারা এখনো সমুদ্রে আছেন, তারা দৃঢ়প্রতিজ্ঞ, প্রেরণায় উজ্জীবিত এবং অবরোধ ভাঙতে যা যা করা সম্ভব সবকিছুই করছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:২১   ৫৪ বার পঠিত