ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।

এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা পৌনে ৩টার দিকে তাদের এজলাসে তোলা হয়।

সালাম দুজনের ১০ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আসামিরা আওয়ামী লীগের সব কর্মসূচির তিনি আয়োজক। আখতারের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “আসামিরা হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার গ্রুপ খুলে সরকারবিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের সনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে।”

তিনি আরও বলেন, “মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য। ফ্যাসিস্টের সহযোগী। নিউইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছেনে। এতে মোজাম্মেল হকের যোগসাজস ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন।”

কবিরুল হক মুক্তির পক্ষে জাহাঙ্গীর আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, “বলা হচ্ছে, ছাত্রলীগ সন্ত্রাসবিরোধ কর্মকাণ্ড করছে। তার বয়স ৬০ বছর। ছাত্রলীগ করার বয়স নেই। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে নেওয়ার মতো শারীরিকভাবে ফিট নন।”

আরেক আইনজীবী জনি সিকদার ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের দেশে ডিম নিক্ষেপের প্রচলন ছিল না। সেই ডিম নিক্ষেপ নিউইয়র্কে চলে গেছে। আমাদের আদালত প্রাঙ্গণে বিচারপতি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ওপরও ডিম নিক্ষেপ করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩০   ১৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বেনজীরের অর্থ পাচারের মামলায় রিমান্ডে এনায়েত করিম
এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ
ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে
ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ
শেয়ারবাজার কারসাজি মামলা, সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ নভেম্বর
গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড
সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর
মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-আব্বাস-গয়েশ্বরদের অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ