গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। রোববার (২১ সেপ্টেম্বর) রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানিতে জব্দতালিকার সাক্ষীরা এমন নথিপত্র দাখিল করেছেন।

এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা এমন সাক্ষ্যপ্রদান করেন৷ তারা হলেন- ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস।

এছাড়া এদিন সাক্ষ্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সাক্ষ্য দেন। এ নিয়ে প্লট জালিয়াতি নিয়ে আলাদা তিন মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।

এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও অনেককে আসামি করা হয়েছে।জানা যায়, আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৬   ৩৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বেনজীরের অর্থ পাচারের মামলায় রিমান্ডে এনায়েত করিম
এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ
ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে
ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ
শেয়ারবাজার কারসাজি মামলা, সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ নভেম্বর
গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড
সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর
মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-আব্বাস-গয়েশ্বরদের অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ