রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

টিএসসি কেন্দ্রে আটটা পর্যন্ত শুরু হয়নি ভোট গণনা, বাইরে উত্তেজনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » টিএসসি কেন্দ্রে আটটা পর্যন্ত শুরু হয়নি ভোট গণনা, বাইরে উত্তেজনা
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



টিএসসি কেন্দ্রে আটটা পর্যন্ত শুরু হয়নি ভোট গণনা, বাইরে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) এখনো শুরু হয়নি ভোট গণনা। সকাল থেকে সুষ্ঠভাবে ভোট গ্রহণ চললেও বিকেলে এক নারী শিক্ষার্থীর অভিযোগের পর থেকে এই কেন্দ্রকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নারী শিক্ষার্থী দাবি করেন তাকে প্রদানকৃত কেন্দ্রীয় সংসদের ব্যলেটে আগে থেকেই শিবিরের ভিপি ও জিএস প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন ছিল। তবে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ড. নাসরিন সুলতানা গণমাধ্যমকে এই অভিযোগ অস্বাভাবিক উল্লেখ করে বলেন, ওই নারী শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথের ভিতর গিয়ে কিছু সময় পর ফিরে এসে এই দাবি করেন।

তিনি আরও বলেন, তার অভিযোগের পর আমরা ওই নির্দিষ্ট বুথের সকল ব্যালট চেক করি। এরপর থেকে এ নিয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের প্রার্থীরা দফায় অভিযোগ দেন। কেন্দ্রের সামনে হয়েছে মিছিল-হট্টগোলও। ফলে ডাকসুর অন্য সাত কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে ভোট প্রদানের হার তুলনামূলক কম ছিল (৬৯ শতাংশ) ছিল। বিকাল চারটায় ভোট প্রদানের সময় শেষ হওয়ার পর পুরো কেন্দ্র পুলিশ পাহারায় নেয়া হয়।

বিকাল পাঁচটায় ভোট গণণা শুরু হওয়ার কথা ছিল। তবে ঘোষণা অনুযায়ী লাইভ স্ক্রিনে সরাসরি সম্প্রচার বিঘ্নিত হওয়ায় এখনো পর্যন্ত শুরু হয়নি ভোট গণনা। এ সময় বাইরে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নেতাকর্মীদের নিয়ে এসে জড়ো হন। তাদের সঙ্গে বৈষম্য বিরোধী  শিক্ষার্থী সংসদের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় তারা ভেতরে স্বচ্ছভাবে ভোট গণনা না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তারা সব ভিপি প্রার্থীর সামনে এই কেন্দ্রের ভোট গণণার আহবান জানান। এ নিয়ে উত্তেজনার কিছুক্ষণ পর কেন্দ্রে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তার সঙ্গে আসা কারিগরি টিমের চেষ্ঠায় সচল হয় এলইডি ক্রিন। তারপর ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৩   ৮ বার পঠিত