রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশেটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের বিমানবাহিনী কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যেসব হামাস নেতাদের লক্ষ্য করা হয়েছে, তারা বহু বছর ধরে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করেছেন। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘হামাস সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করতে’ তারা এ ধরনের পদক্ষেপ চালিয়ে যাবে।

এই হামলা এমন এক সময় হয়েছে, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন যে দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

এই হামলাকে ‘কাপুরুষের কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। তবে, হামলা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।

সূত্র: আল জাজিরা।

বাংলাদেশ সময়: ২০:৫৭:০১   ৮ বার পঠিত