শনিবার, ৩০ আগস্ট ২০২৫

গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বের চার হাজার বিজ্ঞানী। এদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী এবং ৫ জন ফিল্ডস মেডেলিস্ট রয়েছেন। ওই বিবৃতিতে ইসরাইলের সরকারকে গাজায় মানব-সৃষ্ট সংকট বন্ধ করতে অবিলম্বে  জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিবৃতিতে বলা হয়, গাজার মানবিক সংকটের ক্রমাগত অবনতিতে আমরা গভীরভাবে ব্যথিত। কৃত্রিমভাবে তৈরি খাদ্যসংকট সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করছে, যা আমাদের কাছে অসহনীয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এবং জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন-কে পাঠানো এই বিবৃতিতে বিজ্ঞানীরা গাজার সাধারণ মানুষের জন্য জরুরি মানবিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। গাজায় জোরপূর্বক চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়া, শিক্ষা থেকে শিশুদের বঞ্চিত করা, বেসামরিক অবকাঠামোতে পদ্ধতিগত হামলা চালানো এবং উপত্যকার বেসামরিক জনগণের অধিকার লঙ্ঘন দেখে হাতাশা প্রকাশ করেন বিজ্ঞানীরা। তারা বলেন, অবিলম্বে ইসরাইল সরকারকে গাজার মানবিক সংকট নিরসনে কাজ করতে হবে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান এবং ইতালির নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী জেরার্ডট হুফট এবং ডেভিড পলিটজার রয়েছেন। তাদের সঙ্গে গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা এবং জর্জিও প্যারিসিও আছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১০   ৮ বার পঠিত