শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » সারাদেশ » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ “অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” -এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা,  বর্ণাঢ্য র‍্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮আগস্ট) জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে  আলোচনা সভা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সুলতানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার

মো: কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা: এস. এম. মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক সহ  সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মৎস্য সম্পদ রক্ষায় অবদানের জন্য সন্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লক্ষ্মীকোল রাজারবাড়ী জলাশয়ে জেলা প্রশাসক মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪০   ৮৯ বার পঠিত