সাতক্ষীরায় শিক্ষকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাতক্ষীরায় শিক্ষকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



সাতক্ষীরায় শিক্ষকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধনসাতক্ষীরা সদরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) বেলা একটার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বাজার ঘুরে স্কুলের সামনে এসে শেষ হয় এবং সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সিটি কলেজের প্রভাষক স্বপন, অভিভাবক প্রতিনিধি অলিয়ার রহমান এবং শিক্ষার্থী সোহানা সুলতানা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন শিক্ষকের ওপর বিএনপির নেতাকর্মীরা যে হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময়, চব্বিশ ঘণ্টার মধ্যে এসব আসামিদের গ্রেফতার করা না হলে, থানা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে গল্প করার অভিযোগে এনে রোববার (১৭ আগস্ট) সকালে স্কুল চলাকালীন হামলা চালায় ১০-১২ জন ব্যক্তি। এ ঘটনায় হামলার শিকার শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ০:০৯:৫৮   ১০৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
প্রযোজকের ৫০ লাখ হাতিয়ে নেওয়া সেই ফারুক রিমান্ডে
বেরোবির সাবেক উপচার্য কলিমুল্লাহর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

Law News24.com News Archive

আর্কাইভ