
ফিলিস্তিনের গাজাবাসীকে হেয় করতে বার বার উস্কানিমুলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। কয়েকদিন পর পরই পূর্ব জেরুজালেমে মুসলিমদের পবিত্র স্থাপনাগুলোতে, মসজিদে প্রবেশ করে বার বার বিতর্ক সৃষ্টি করেছে সে। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ফুটেজে দেখা গেছে, কারাগারে সবচেয়ে পরিচিত ফিলিস্তিনি বন্দি মারওয়ান বারগুতিকে অপমান করছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ভিডিওটির নিন্দা করেছে। এর উপপ্রধান হুসেইন আল-শেখ একে আখ্যা দিয়েছেন মানসিক, নৈতিক ও শারীরিক সন্ত্রাসের চূড়ান্ত রূপ বলে। ১৩ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বারগুতিকে প্রকাশ্যে দেখা গেছে। তাকে বয়সী ও দুর্বল চেহারায় দেখা যাচ্ছে।
ভিডিওতে বারগুতিকে বেন গভির বলেন, তুমি জিতবে না। যে ইসরাইলের জনগণের সঙ্গে ঝামেলা করবে, যে আমাদের সন্তানদের হত্যা করবে, যে আমাদের নারীদের হত্যা করবে, আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব। বারগুতি কিছু বলার চেষ্টা করলে বেন গভির বলে ওঠে, ইতিহাসজুড়েই তোমার এটা জানা দরকার।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ৬৬ বছর বয়সী মারওয়ান বারগুতি ২০ বছরেরও বেশি ইসরাইলে বন্দি। ওই সময় এক হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন। এর পরিকল্পনার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি বর্তমানে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত ৪০ বছরের সাজা ভোগ করছেন। তবে মতামত জরিপগুলোতে নিয়মিত দেখা যায়, বারগুতি ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা রয়েই গেছেন। এমনকি ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচন হলে তিনি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বা হামাস নেতাদের চেয়ে এগিয়ে থাকবেন। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রভাবশালী দল ফাতাহর জ্যেষ্ঠ নেতা। দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার (২০০০-২০০৫) সময়ে তার ভূমিকার কারণে ইসরাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ভিডিওটি প্রথমে বৃহস্পতিবার বেন গভিরের সমর্থকদের মেসেজিং গ্রুপে ছড়ায়, পরে সে নিজেই এটি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করে। মন্ত্রী বলে, প্যালেস্টাইন লিবারেশনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শুনে সে এটি ‘বারবার বলবে, কিন্তু কখনো ক্ষমা চাইবে না।’
ফিলিস্তিনি বন্দিদের অধিকার সংগঠনগুলো বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার পর থেকে বারগুতিকে একাকী কারাবাসে রাখা হয়েছে। গত বছর তারা অভিযোগ করে যে তাকে কারাগারের ভেতরে নৃশংসভাবে প্রহার করা হয়েছে। তবে তা ইসরাইলি কারা কর্তৃপক্ষ অস্বীকার করে। নতুন ভিডিওর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের প্রধান আবদুল্লাহ আল যাঘারি অভিযোগ করেন, ইসরাইল তাকে হত্যা করতে ও কারাগারে থাকা নেতাদের নিশ্চিহ্ন করে দিতে চাইছে। বারগুতি তাদের মধ্যে একজন, যাদের মুক্তি হামাস দাবি করেছে অবশিষ্ট জিম্মিদের বিনিময়ে। তবে ধারণা করা হচ্ছে, ইসরাইল তাকে মুক্তি দেবে না। ভিডিওতে দেখা যায়, বেন গভির কথা বলার সময় বারগুতি- যিনি সাবলীলভাবে হিব্রু বলতে পারেন, তিনি মাথা নাড়ছেন এবং কথা বলার চেষ্টা করছেন। কিন্তু ভিডিওর ক্লিপ শেষ হয়ে যায়। বারগুতির স্ত্রী ফাদওয়া তার স্বামীর অনুসারীদের প্রতি আহ্বান জানান ভিডিও থেকে কেবল একটি স্থিরচিত্র ব্যবহার করতে, যা তার মতে তার শক্তি প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১০:১৮:৪১ ৮৮ বার পঠিত