গাজা দখল নয়, হামাস মুক্ত করবো: নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা দখল নয়, হামাস মুক্ত করবো: নেতানিয়াহু
রবিবার, ১০ আগস্ট ২০২৫



গাজা দখল নয়, হামাস মুক্ত করবো: নেতানিয়াহু

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীসভা সম্পূর্ণ গাজা দখলের অনুমোদন দেয়ার পর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। ইসরাইলের বিরোধী দলগুলো এবং জিম্মিদের পরিবারগুলোও এমন পরিকল্পনায় অসন্তোষ জানিয়েছে। এরই মাঝে গাজা দখল নিয়ে নতুন মন্তব্য করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা গাজা দখল করতে চাই না বরং গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করতে চাই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গাজার ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। তাদেরকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে এবং হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। এদিকে গাজায় ব্যবহৃত হতে পারে এমন সন্দেহে ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি। শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসকে পরাজিত করার নতুন পরিকল্পনা অনুযায়ী ইসরাইলের সামরিক বাহিনী সমগ্র গাজা শহরের দখল নেবে। তবে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষদের মধ্য ত্রাণ বিতরণ করা হবে। এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, আমরা গাজা দখল করতে যাচ্ছি না বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করতে যাচ্ছি। তিনি বলেন, অঞ্চলটি নিরস্ত্রীকরণ এবং একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং ভবিষ্যতের হুমকি প্রতিরোধে সহায়তা করবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীসভা এ বিষয়ে পাঁচটি নীতি গ্রহণ করেছে। এর মধ্যে গাজা নিরস্ত্রীকরণ এবং একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা অন্যতম। যার দায়িত্বে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ থাকবে না। ইসরাইলের ওই পরিকল্পনা অবশ্য আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ইসরাইলের পরিকল্পনাকে বিপর্যয়ে থাকা ফিলিস্তিনিদের আরও ঝুঁকিতে ফেলার পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোববার ওই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বৈঠক করবে।

বাংলাদেশ সময়: ০:০৬:০২   ৬৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত
অস্ত্র প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করলো বৃটেন

Law News24.com News Archive

আর্কাইভ