![]()
মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে। বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপদোতে সামরিক বাহিনীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, পার্কিনসন্স এবং স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন মিয়ানমারের ওই নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে সোয়ের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২০ সাল থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। খাদ্যগ্রহণ অনিয়মিত হয়ে পড়েছিল। চলতি বছর তার শারিরীক অবস্থা বেশ খারাপ হয়। এপ্রিলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছিলেন সোয়ে। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ইউ মিন্ত সোয়ে। মিয়ানমারের সেনাপ্রধান এবং বর্তমানে ক্ষমতায়সীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ২২:০৪:১৭ ৮৮ বার পঠিত