বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ক্রমাগত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে আইসিসিতে নেতানিয়াহুর মামলা স্থগিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্রমাগত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে আইসিসিতে নেতানিয়াহুর মামলা স্থগিত
সোমবার, ৪ আগস্ট ২০২৫



ক্রমাগত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে আইসিসিতে নেতানিয়াহুর মামলা স্থগিত

হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ইসরাইলের বিরুদ্ধে করা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান বিচারকের মামলা স্থগিত করতে বাধ্য করা হয়েছে। বৃটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইসিসি’র প্রধান বিচারক করিম খানের ওপর চাপ দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডলইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, হেগ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তা প্রত্যাহার করতে করিম খানকে চাপ দিয়েছে বৃটেন ও যুক্তরাষ্ট্র।

এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের গণহত্যার দায়ে কথিত যুদ্ধাপরাধের তদন্তের সময় আইসিসি বৃটিশ নাগরিক করিম খানের বিরুদ্ধে নিরাপত্তার হুমকি এবং সম্ভাব্য নিষেধাজ্ঞাসহ একাধিক ভয় দেখানোর অভিযোগ ওঠে। এ সম্পর্কে মিডলইস্ট আইয়ের খবরে উঠে এসেছ নতুন তথ্য।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি এবং করিম খানকে হুমকি দিয়ে বলা হয়েছে যদি তারা ওই মামলার তদন্ত অব্যাহত রাখে তাহলে তাদের ‘ধ্বংস’ করে দেয়া হবে। শুক্রবার প্রকাশিত মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগতভাবে হুমকির সম্মুখীন হয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর। ২০২৪ সালের এপ্রিলে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনের পক্ষ থেকে তাকে হুমকি দেয়া হয়। আইসিসি ইসরাইলি নেতাদের বিরুদ্ধে তাদের বিচার অব্যাহত রাখলে তহবিল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হবে। পরে নভেম্বরে সেই হুমকি বাস্তবায়ন করে তারা।

২০২৪ সালের মে মাসে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামও করিম খানকে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দেন। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার রায় চূড়ান্ত করলে তার বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে হুমকি দেয়া হয়। এরপর করিম খানসহ আইসিসি’র আরও চার বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মিডলইস্ট আই জানিয়েছে, করিমকে একটি নিরাপত্তা ব্রিফিংয়ে সতর্ক করা হয়, হেগে অবস্থিত আইসিসির সদর দপ্তরে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ সক্রিয়। যা তার জন্য একটি সম্ভাব্য হুমকি।যৌন অসদাচরণের অভিযোগে বর্তমানে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন করিম খান। পরিচয় উল্লেখ না করে অভিযোগকারী এক নারীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে,  এখানে একটি খেলা চলছে। তাকে এমন খেলার অংশ বানানোর চেষ্টা করা হয়েছে যাতে তিনি অংশ নিতে চাননি। এক্ষেত্রে ওই নারী সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোয় করিম খানের মামলার তদন্ত বন্ধ করা হয়েছে। তবে জাতিসংঘের পৃথক আরেকটি তদন্ত রয়েছে। এদিকে সকল অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন করিম।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বছরের মে মাসে ছুটিতে পাঠানোর দুই সপ্তাহ আগে করিম খান ইসরাইল বংশোদ্ভূত বৃটিশ প্রতিরক্ষা বিষয়ক আইনজীবী নিকোলাস কৌফম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরাইলের অপরাধের তদন্তের বিষয়ে জানতেই ছিল ওই সাক্ষাত। আইসিসি’র এক নথি থেকে জানা যায়, ওই সাক্ষাতে নিকোলাস করিমকে বলেন, নেতানিয়াহু এবং গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন প্রত্যাহার না করলে তারা আপনাকে এবং আদালতকে ধ্বংস করে দেবে। প্রতিবেদনে বলা হয়েছে যে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ব্যক্তিগতভাবে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি’র কয়েকজন আইনজীবী।

বাংলাদেশ সময়: ২:৪০:১১   ৭৭ বার পঠিত