বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার
বুধবার, ৩০ জুলাই ২০২৫



বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারকে (৫১) গুলশান থানার আট এবং শাহ আলী থানার সিআর আমলীর দুই মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত গুলশান ও দারুস সালাম শাহ আলী থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন বাশারকে আদালতে আনার সংবাদে সকাল ৯টা থেকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার কিছু পরে সিএমএম আদালতের চতুর্থ তলার তিন নম্বর আদালতে তোলা হয়।

এ সময় ভুক্তভোগীদের আনাগোনায় কোর্ট ভরে যায়। পরে আসামির নিরাপত্তার স্বার্থে আদালত থেকে ভুক্তভোগীদের বের করে দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

বিচারক এজলাসে উঠলে গুলশান থানা-আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিভিন্ন মামলা-নম্বর ডেকে মামলার ফরোয়ার্ডিং ও নথি বিচারকের সামনে দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর কারণ ব্যাখ্যা করেন। পরে আদালত তাদের গ্রেফতার দেখান।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, ক্ষতিগ্রস্তরা বাইরে আছে। খায়রুল বাশার অনেক বড় প্রতারক। শিক্ষাকে সেবা হিসেবে দিতে চেয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে। যে ছাত্রদের ভিক্টিমাইজ করেছে। একজন মানুষের কত টাকা লাগে? সে হাজার হাজার কোটি টাকা প্রতারণা করেছে। শিক্ষার্থীদের টার্গেট করে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। ভুক্তভোগীদের অনেকে ব্যাংকের কাছে দায়বদ্ধ, অনেকের সংসার শেষ হয়েছে। খায়রুল বাশারের পেটুয়া বাহিনী আছে। তাদের দিয়ে ভুক্তভোগীদের পিটিয়েছে। তার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। তাকে ভবিষ্যতে রিমান্ডেও নেয়ারও প্রয়োজন হতে পারে।

পরে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত থেকে পঞ্চম তলায় নেওয়ার পথে ভুক্তভোগীরা খায়রুল বাশারের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। আদালতের পিপি ও পুলিশের সহায়তায় ভুক্তভোগীদের মারমুখী আচরণ থেকে বিরত রাখা হয়। পরে শাহ আলী থানার সিআর আমলীর দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করা হয়। পরের দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত গুলশান থানার প্রতারণার এক মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রিমান্ড শেষে তাকে হাজির করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৫   ১৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম
‘চাঁদাবাজ চাঁদাবাজ’ স্লোগান শুনে মুখ লুকালেন বৈষম্যবিরোধীর ৪ ছাত্রনেতা
বিচারিক কাজে অসহযোগিতা, পুলিশ কর্মকর্তাকে ব্যাখ্যার নির্দেশ
‘জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস’ — আদালতে রাজ্জাকদের প্রতি দুয়োধ্বনি
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে দুদকের জিজ্ঞাসাবাদ
ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করেননি: ইনুকে আদালতে তিরস্কার
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ
সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় চারজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ