শনিবার, ১৯ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি, আরোও এক শিক্ষার্থীর মৃত্যু, সে রাজবাড়ীর জারিফ

প্রথম পাতা » সারাদেশ » মাইলস্টোন ট্র্যাজেডি, আরোও এক শিক্ষার্থীর মৃত্যু, সে রাজবাড়ীর জারিফ
শনিবার, ২৬ জুলাই ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) এর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪-এ।


নিহত জারিফ  রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মো. হাবিবুর রহমান এর ছেলে।  মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিলেন।


শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান,তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।


এর আগে, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই বিমানটি দুপুরে  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪২   ১৭ বার পঠিত