মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ এর ব্যানারে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি

প্রথম পাতা » শিক্ষা » রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ এর ব্যানারে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সর্বস্তরের  সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ এর ব্যানারে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২২জুলাই) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ  সমাবেশ করে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ শিক্ষার্থীরা।

ওইসময় শিক্ষার্থীরা  বলেন, গতকাল ঘটে যাওয়া মর্মান্বিক দুঘর্টনা সম্পর্কে আমরা সকলেই অবগত। এই ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়ি। দাবি কেবল পরীক্ষা স্থগিত করার জন্য। শিক্ষা উপদেষ্টা তার বর্তমান ও পূর্বের দায়িত্বের জ্ঞানহীন পরিচয় দেয়। মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত।

দায়িত্বজ্ঞানহীন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের আমরা পদত্যাগ দাবি করছি। লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০:০৬:২৫   ৬৮ বার পঠিত