সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ
রবিবার, ২০ জুলাই ২০২৫



সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রবিবার (২০ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, সকালে পৃথক সাত মামলায় আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর আরও দুবার সময় বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৯:২৭   ১১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনাসহ ১শ’ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ
কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী: আইএসপিআর
বাংলাদেশে মানবাধিকার অফিস চালু করছে জাতিসংঘ
গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে
জুলাই অভ্যুত্থানের সময় করা ১২ মামলার চার্জশিট
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা, সারাদিনে যা যা হলো
হাছান মাহমুদের মেয়েসহ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ
মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার দীপু মনি ‘আমার এতো ব্যাংক হিসাব নিজেও জানি না’

Law News24.com News Archive

আর্কাইভ