
তেল আবিবের আদালতে বেনিয়ামিন নেতানিয়াহুর ফৌজদারি বিচারের শুনানি চলাকালীন আকস্মিক আদালতে হাজির হলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। বুধবার (১৬ জুলাই) নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানাতে তিনি ‘অস্বাভাবিক সিদ্ধান্তটি’ নেন বলে জানিয়েছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানাতে আদালতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নেতানিয়াহুর সঙ্গে উষ্ণ করমর্দন এবং সংক্ষিপ্তভাবে কথাও বলেন।
আদালতে পৌঁছানোর আগে তেল আবিবে এক অনুষ্ঠানে হাকাবি বলেন, ‘আমি আজকে (আদালতে) গিয়ে এর কিছুটা পড়ে দেখব। এর প্রত্যক্ষ সাক্ষী হওয়া খুবই আকর্ষণীয়।’
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, একজন রাষ্ট্রদূতের এমন অস্বাভাবিক সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইলে মাইক হাকাবি নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধনের কথা উল্লেখ করেন।
ট্রাম্প গত মাসে নেতানিয়াহুর বিচারের সমাপ্তির দাবি জানিয়েছিলেন। তার মন্তব্যের সমালোচনা করেন ইসরায়েলের বিরোধী নেতারা। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন।
এদিকে, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাতে আদালতে হাজির হওয়া মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) তার অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি কার্যধারায় বা ফলাফলে হস্তক্ষেপ করেননি। তিনি বুঝতে পারেন যে, এটি (বিচার) তার নিজস্ব পথে চলতে হবে। কিন্তু এটি (মন্তব্য) তার ব্যক্তিগত বিষয়। তিনি প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহুকে) একজন বন্ধু মনে করেন।’
টাইমস অব ইসরায়েল আরও জানায়, বুধবারের শুনানিতে নেতানিয়াহুকে মামলা সংশ্লিষ্ট ১০০০ এরও বেশি বিষয়ে জেরা করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৪৬:৩৪ ৪১ বার পঠিত