বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতি আলোচনার মাঝে ৮২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতি আলোচনার মাঝে ৮২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



যুদ্ধবিরতি আলোচনার মাঝে ৮২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই আরও ৮২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল। এর মধ্যে ৯ জন ছিলেন ত্রাণপ্রার্থী। এদিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস হাসপাতালের চিকিৎসা কর্মীরা। জানিয়েছেন, তারা কঠিন পরিস্থিতির মধ্যে হাসপাতাল চালাচ্ছেন। যেখানে ইসরাইলের বোমার আঘাতে আহতরা চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে শিশু ও নারীও আছেন। তবে যেকোনো পরিস্থিতিতে রোগীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। এক চিঠিতে তারা বলেছেন, আমাদের সম্পর্কে বিশ্বকে বলুন। তাদেরকে বলুন, আমরা মৃত্যুবরণ করবো তবে আমাদের মহৎ লক্ষ্য পরিত্যাগ করবো না।  তারা আরও বলেছেন, আমরা সত্যিকারের মানুষ হওয়ার অর্থ বুঝতে পেরেছি। অন্যদিকে খান ইউনিসে সময় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। বিস্ফোরণে গোলানি ব্রিগেডের এক টিম কমান্ডার নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৪   ৯৩ বার পঠিত