ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর জব্দ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর জব্দ
সোমবার, ৭ জুলাই ২০২৫



ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর জব্দ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের ৪০ কোটি টাকার এফডিআর জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি অ্যাকাউন্টে ১০ কোটি টাকা করে এফডিআর রয়েছে। এ বিপুল পরিমাণ অর্থ জব্দে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলী।

আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ-সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অ্যাকাউন্ট অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ডিজিএফআইয়ে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন হামিদুল। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় গত বছরের ১২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২২:৫২:১৪   ১৫০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

Law News24.com News Archive

আর্কাইভ