কড়া নিরাপত্তাবলয়ে থেকেও শঙ্কায় সালমানের জীবন!

প্রথম পাতা » প্রধান সংবাদ » কড়া নিরাপত্তাবলয়ে থেকেও শঙ্কায় সালমানের জীবন!
শনিবার, ২৮ জুন ২০২৫



কড়া নিরাপত্তাবলয়ে থেকেও শঙ্কায় সালমানের জীবন!

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিরুদ্ধে নাকি প্রতিশোধস্পৃহায় ফুঁসছেন বিষ্ণোইরা। লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে একের পর এক আসছে হুমকি। ভাইজানের বাড়ির সামনেও গুলিবর্ষণ করেছে বিষ্ণোই দলের দুষ্কৃতকারীরা। এমনকি ভাইজানের ঘনিষ্ঠদেরও ভয়ঙ্কর পরিণতি হতে পারে— এমন হুমকিও দিয়ে আসছে।

এর আগে সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুও সেই একই কারণে হয়েছে। তবে বিষ্ণোইদের মূল নিশানায় স্বয়ং সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে কারণেও নিজের সুরক্ষা আরও জোরদার করতে কোন পদক্ষেপ নিলেন এ অভিনেতা?

জানা গেছে, জন্মদিনের সময় ‘বুলেটপ্রুফ’ কাচ বসান নিজের বারান্দায়। একটা ‘বুলেটপ্রুফ’ গাড়িই ছিল তার। আরও একটি ‘বুলেটপ্রুফ’ গাড়ি কিনলেন সালমান খান। সেই গাড়ির দাম নেহাত কম নয়। আকাশছোঁয়া দাম এই এসইউভি গাড়ির। ভারতে খুব পরিচিত গাড়ি নয় এটি। একাধিক উন্নত মানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে এ গাড়িতে। বিদেশ থেকে মুম্বাইয়ে এই গাড়ি নিয়ে আসতেও বড় অঙ্ক খরচ করতে হয়েছে তাকে। প্রায় ৩.৪০ কোটি দাম। গাড়িটা প্রতি ঘণ্টায় সবোর্চচ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। গাড়ির ইঞ্জিনও অত্যাধুনিক। তবে শুধু গাড়ি নয়, সালমান সারাক্ষণ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান। এ ছাড়া ব্যক্তিগত ১১ জন দেহরক্ষী সুরক্ষা বলয়ে ঘিরে রাখেন তাকে। এ ছাড়া দুজন কনস্টেবল সারাক্ষণ তার গাড়ির সঙ্গে ঘুরছে। যদিও এমন নিরাপত্তার ঘেরাটোপে থাকতে ভালোবাসেন না, সালমান নিজেই জানিয়েছেন। তবু অপারগ ‘ভাইজান’।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০৩   ২৬৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তানজিন তিশার নামে মামলা
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, বাদীর জেরা ১০ নভেম্বর
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট
সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ