র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন

প্রথম পাতা » প্রধান সংবাদ » র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



 

 র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে

আজ রোববার (৩ সেপ্টেম্বর)। শিক্ষার্থীদের র‌্যাগিং প্রতিরোধে কড়া হুঁশিয়ারি দিয়ে বার্তা প্রেরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল ১০টা থেকে নিজ নিজ বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

গত মাসের ১৩ আগস্ট (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ৩ সেপ্টেম্বর (রোববার) প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাগিং দমনে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো ধরনের অনাখাঙ্খিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো শিক্ষার্থীকে র‌্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এরই মধ্যে র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম বলেন, র‌্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য আমরা তিন ধরণের পদক্ষেপ নিয়েছি। প্রথমত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে পোস্টারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া। দ্বিতীয়ত প্রতিটি বিভাগে এ বিষয়ে নোটিশ দেওয়া এবং তৃতীয়ত প্রক্টরিয়াল বড়ি প্রতিনিয়ত ক্যাম্পাসে টহল দিবে।

তিনি আরও বলেন, কেউ র‍্যাগিং দিলে বা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ৮:৩৬:৫৬   ২৭৫ বার পঠিত   #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
সাবেক আইজিপি ক্ষমা পাবেন কিনা, যা বললেন চিফ প্রসিকিউটর
১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে।
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান

Law News24.com News Archive

আর্কাইভ