বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত
সোমবার, ২৩ জুন ২০২৫



ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ইরানের পাশাপাশি গাজায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় একদিনে ৫১ ফিলিস্তিনি নিহত ও ১০৪ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, বিশ মাসের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৯৫৯ নিহত এবং এক লাখ ৩১ হাজার ২৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার হানি মাহমুদ গাজা থেকে সরাসরি জানান, উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। এছাড়া গাজার মধ্য ও উত্তরাঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। ওই প্রতিবেদন জানিয়েছেন, বেশিরভাগ ফিলিস্তিনি মনে করেন ইরান-ইসরাইল সংঘাতের ফলে তাদের ওপর থেকে বিশ্ববাসীর নজর সরে গেছে। আর এই সুযোগে তাদের ওপর হামলা তীব্র করেছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ৩:২১:১৪   ১৩৭ বার পঠিত