৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রথম পাতা » চাকরি » ৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



---

সারা দেশে ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি বলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিলের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয় এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়।

তাদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪৯   ১৩১ বার পঠিত  




চাকরি’র আরও খবর


সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

Law News24.com News Archive

আর্কাইভ