সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা

প্রথম পাতা » রাজধানী » সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা
শনিবার, ২৪ মে ২০২৫



সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ দেন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) সারজিস এক ফেসবুক পোস্টে লেখেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।

শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে।

অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?

প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না ! একটা খুনের বিচার হয় না!

এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনো ভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৫   ১২৪ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৫২৫ কোটি টাকা লুটপাট, দুদকের ৬ মামলা
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম
চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা
গুম কমিশনের চেয়ারম্যান সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান বিচারপতির রোডম্যাপ ঘিরেই বিচার বিভাগে আমূল সংস্কার
প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু

Law News24.com News Archive

আর্কাইভ