এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল টিএম জোবায়েরের আত্মীয় খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে চাকরি, ক্ষমতার অপব্যাবহার, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও বিদেশে অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা যায়, কর কমিশনার মো. মোস্তাক ও আবদুল কাইয়ুম এই দুইজন মেজর জেনারেল টিএম জোবায়েরের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করছে। কাইয়ুম মেজর জেনারেল টিএম জোবায়েরের ভায়রা ভাই।

তাতে আরও বলা হয়, খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাক দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। ফলে তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৮   ১৩২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম
‘চাঁদাবাজ চাঁদাবাজ’ স্লোগান শুনে মুখ লুকালেন বৈষম্যবিরোধীর ৪ ছাত্রনেতা
বিচারিক কাজে অসহযোগিতা, পুলিশ কর্মকর্তাকে ব্যাখ্যার নির্দেশ
‘জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস’ — আদালতে রাজ্জাকদের প্রতি দুয়োধ্বনি
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে দুদকের জিজ্ঞাসাবাদ
ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করেননি: ইনুকে আদালতে তিরস্কার
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ
সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় চারজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ