এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল টিএম জোবায়েরের আত্মীয় খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে চাকরি, ক্ষমতার অপব্যাবহার, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও বিদেশে অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা যায়, কর কমিশনার মো. মোস্তাক ও আবদুল কাইয়ুম এই দুইজন মেজর জেনারেল টিএম জোবায়েরের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করছে। কাইয়ুম মেজর জেনারেল টিএম জোবায়েরের ভায়রা ভাই।

তাতে আরও বলা হয়, খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাক দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। ফলে তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৮   ১৫৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

Law News24.com News Archive

আর্কাইভ