
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৬ মে) হবে। আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেছেন। রোববার (৪ মে) মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে আদালত জানান, তারা মামলাটি মঙ্গলবার শুনবেন।
এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বহু গুরুত্বপূর্ণ আসামি রয়েছেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তাদের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের রায় বাতিল করেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতের রায় অবৈধভাবে দেওয়া হয়েছে। এই কারণেই আসামিদের খালাস দেন উচ্চ আদালত।
তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের সঙ্গে একমত নয়। তারা খালাসের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেছেন। অর্থাৎ, উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা আহত হন। এই ঘটনায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। তারেক রহমানসহ আরও ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও ১১ জন পেয়েছিলেন বিভিন্ন মেয়াদে সাজা।
বাংলাদেশ সময়: ৯:৪৩:১৭ ৩৯ বার পঠিত