বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দের আওয়ামী লীগের সাবেক মেয়র নজরুল কারাগারে

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর গোয়ালন্দের আওয়ামী লীগের সাবেক মেয়র নজরুল কারাগারে
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।


বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা জায়।

বৃহস্পতিবার (১০এপ্রিল) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে  জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে বিচারক।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫২   ৯০ বার পঠিত