পাসপোর্ট পেতে মাইকেল চাকমার আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » পাসপোর্ট পেতে মাইকেল চাকমার আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



পাসপোর্ট পেতে মাইকেল চাকমার আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমার পাসপোর্ট পেতে করা আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাইকেল চাকমার করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

পাসপোর্ট পেতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে ওই রিট করেন মাইকেল চাকমা। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ মাহমুদ হাসান ও মনিরা হক শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পরে আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন, নিয়ম অনুসারে পাসপোর্টের জন্য আবেদন করেন মাইকেল চাকমা। এ জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ ছিল ২৬ জানুয়ারি। নির্ধারিত দিনে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ অবস্থায় তিনি রিট করেন। আদালত রুল দিয়েছেন। একই সঙ্গে আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে পাসপোর্টের জন্য করা আবেদনটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

যুক্তিযুক্ত কারণ ছাড়া পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে মৌখিকভাবে রিট আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান মাইকেল চাকমার এই আইনজীবী।

‘আয়নাঘর’ থেকে মাইকেল চাকমা মুক্তি পেয়েছেন বলে গত বছরের ৭ আগস্ট জানায় ইউপিডিএফ। এর আগে বিগত সরকারের আমলে ২০১৯ সালের ৯ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন মাইকেল চাকমা। গুমের এই অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গত ডিসেম্বরে অভিযোগ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৩   ১২৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সাংবাদিক শ্যামল দত্তকে জামিন দিতে হাইকোর্টের রুল
এটিএম আজহারের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
নারী সংস্কার কমিশনের সুপারিশ সাংঘর্ষিক দাবি করে রিট
আবরার হত্যা মামলা: হাইকোর্টে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
দেওয়ানি ফৌজদারি পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি
ডিভোর্সের পরও সন্তানের টানে আদালতে আবার বিয়ে
চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার শুনানি
শুনানিতে শিশির মনির আগে মন্ত্রণালয় থেকে ফোন আসত কার জামিন হবে কারটা হবে না
মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো

Law News24.com News Archive

আর্কাইভ